Hostel Rules & Regulations

সিআরপি মাধব স্মৃতি ভোকেশনাল ট্রেনিং ইনিস্টিটিউট

প্রশিক্ষণার্থীদের পালনীয় নিয়মকানুন সমূহ:

  • প্রশিক্ষণার্থীদেরকে হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারের নির্দেশ মেনে চলতে হবে।
  • রুটিন অনুযায়ী প্রতিদিনের কাজ সম্পন্ন করতে হবে।
  • শারীরিক ব্যবহার্য জিনিসপত্র এবং আশেপাশের যাবতীয় দ্রব্য সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • প্রয়োজন ছাড়া কোন ছেলে মেয়ে হোস্টেলে এবং কোন মেয়ে ছেলে হোস্টেলে যেতে পারবে না।
  • সিআরপি ক্যাম্পাসে ধূমপানসহ কোন নেশাকারী দ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
  • হোস্টেলে রুম ছাড়া সব সময় পরিপাটি পোশাক পরে থাকতে হবে।
  • গেট পাশ ছাড়া সিআরপি’র বাইরে যাওয়া যাবে না।
  • অপ্রয়োজনে সিআরপি হাসপাতালে যাওয়া যাবে না।
  • হোস্টেলে কোন অতিথি রাতে যাপন করতে পারবে না।
  • কোন অতিথির সঙ্গে সাক্ষাৎ করতে অবশ্যই শ্রেণী শিক্ষকের অনুমতি নিতে হবে।
  • সিআরপি বিল্ডিং এর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন প্রকার ক্ষতি সাধন করা যাবে না।
  • হোস্টেলে ব্যক্তিগত হিটার, টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার, আয়রন, মোবাইল ইত্যাদি ব্যবহার করা যাবে না।
  • সকালের খাবার (৭টা-৮টা) দুপুরের খাবার (১টা-২টা) এবং রাতের খাবার (৭.৩০-৮.৩০) এর মধ্যে শেষ করতে হবে।
  • রাত ১০.০০ টার মধ্যে লাইট অফ করে বিছানায় যেতে হবে।
  • কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা এবং টিম লিডারগণ প্রয়োজনবোধে যে কোন সময় হোস্টেল পরিদর্শন করতে পারবেন।
  • কোন মূল্যবান জিনিস যেমন টাকা পয়সা, গহনাদি শিক্ষার্থীর সঙ্গে রাখা নিষেধ। সাধারন জিনিসপত্র লকারে নিজ দায়িত্বে তালা বন্ধ করে রাখতে হবে। কোন জিনিস হারানো গেলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
  • ক্লাস রুম, বাথরুম, দরজা, চেয়ার টেবিল কোথাও কোনরূপ লেখা বা পোস্টার লাগানো যাবেনা।
  • রুম ত্যাগের আগে লাইট, ফ্যান, পানির ট্যাব অবশ্যই বন্ধ করতে হবে।
  • সমঝোতাপূর্ণ আচরণ বাঞ্চনীয়।
  • রুমমেটের যাতে কোন রূপ অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • ফোন করার প্রয়োজন হলে মেইন গেট সংলগ্ন সিআরপি’র দোকান থেকে অন পেমেন্টে করতে হবে।
  • চিকিৎসা জনিত খরচ প্রশিক্ষণার্থীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।
  • সিআরপি ভবনে অবস্থানকালে কোন প্রকার রাজনৈতিক আলাপ আলোচনা করা যাবে না।
  • বেসিন ছাড়া অন্য কোথাও থুথু ও কফ ফেলা যাবেনা।
  • ময়লা আবর্জনা নির্ধারিত জায়গায় ফেলতে হবে।
  • কোন প্রশিক্ষণার্থী নির্ধারিত সময়ের আগে চলে যেতে চাইলে প্রশিক্ষণকালীন সময়ে তার জন্য ব্যয়িত টাকা ফেরত নিতে বাধ্য থাকবে।
    (উপরোক্ত প্রত্যেকটি নিয়মকানুন যথাযথভাবে হোস্টেলে অবস্থানরত সকল প্রশিক্ষণার্থীকে মেনে চলতে হবে, অন্যথায় নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন্দ্রের নিয়মানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষণ থেকে বহিস্কার করতে পারবে)
  • আদেশক্রমে- সিআরপি কর্তৃপক্ষ