|
Co-curricular Activities
সহায়ক শিক্ষাঃ
- শিক্ষামূলক ও বিনোদনমূলক ভ্রমনঃ প্রতি তিন মাস পর পর সকল প্রশিক্ষর্নাথীদের নিয়ে বিভিন্ন দশর্নীয় স্থানে ভিজিট করা হয় যেমন: যাদুঘর, সংসদ ভবন, চিড়িয়াখানা ইত্যাদি।
- বাগান পরিচর্যাঃ প্রতি বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকা থেকে ১:০০ ঘটিকা।
- অভিভাবক সমাবেশঃ উদ্দেশ্যঃ অভিভাবকদের সাথে সমন্বয় এবং প্রতিষ্ঠানের কর্মকান্ড সর্ম্পকে জানানো। ভর্তি হওয়ার ১ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রতিবছর দুই বার হবে।
- সাংস্কৃতিক ক্লাশঃ প্রতি রবিবার বিকাল ৪:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা।
- খেলাধুলাঃ প্রতি সোমবার এবং বুধবার বিকাল ৩:৩০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা, জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহন ।
- বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাঃ সম্ভাব্য নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় ।
- দিবস উদ্যাপনঃ ঈদুল আযহা, ঈদুল ফিতর, ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, ৩রা ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর ইত্যাদি।
- জাতীয় এবং আর্ন্তজাতিক পযার্য়ে বিভিন্ন প্রতিযোগিতায় ( প্যারাঅলিম্পিক গেমস, গ্লোবাল আইিটি কমপিটিশন, হুইলচেয়ার বাস্কেটবল, ক্রিকেট , টেবিল টেনিস) অংশগ্রহনের সুযোগ।
|
|