সিআরপি মাধব স্মৃতি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নীতিমালা (Guidelines)
প্রশিক্ষনের সুযোগ সুবিধাঃ
- নিরাপদ আবাসিক ও খাওয়ার ব্যবস্থা সম্পূর্ন ফ্রি (ডোনারের অনুদানের সাহায্যে)।
- চিকিৎসা ব্যয় , সহায়ক দ্রব্য সাহায্য প্রদান করা হয় সমাজ কল্যান বিভাগের অনুদানে মাধ্যমে ।
- চাকরীর ক্ষেত্রে সহায়তা।
- প্রতিভা বিকাশে সহায়তা (খেলাধুলা, লেখালেখি ইত্যাদি)।
- জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ।
- বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ।
সহায়ক শিক্ষাঃ
- শিক্ষা ও বিনোদনমূলক ভ্রমন
- বাগান পরিচর্যা
- সাংস্কৃতিক চর্চা
- নিয়মানুবর্তিতা
- খেলাধুুলা
তথ্য সংরক্ষন পদ্বতিঃ
- ডাটাবেজ সফ্টওয়্যারের মাধ্যমে ।
- ব্যাক্তিগত ফাইল সংরক্ষনের মাধ্যমে।
অভিভাবক সমাবেশঃ
- ভর্তি হওয়ার ১ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।
- প্রতিবছর দুই বার হবে।
- উদ্দেশ্যঃ অভিভাবকদের সাথে সমন্বয় এবং প্রতিষ্ঠানের কর্মকান্ড সর্ম্পকে জানানো।
সাধারন ক্রিয়াকালাপ (Common activities):
- সাংস্কৃতিক ক্লাশঃ প্রতি রবিবার বিকাল ৪:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা।
- খেলাধুলাঃ প্রতি সোমবার এবং বুধবার বিকাল ৩:৩০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা, জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহনের লক্ষ্যে।
- বাগান পরিচর্যাঃ প্রতি বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকা থেকে ১:০০ ঘটিকা।
- প্রশিক্ষনার্থীর আবাসন ভিজিটঃ প্রশিক্ষর্নাথীদের রুমের পরিস্কার পরিচ্ছন্নতা যাচাই-বাছাই করার উদ্দেশ্যে প্রতি শনিবার (৮:০০ ঘটিকা থেকে ৮:৩০ঘটিকা) সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে ভিজিট করা হয়।
- অভ্যন্তরীন কর্মী সভাঃ প্রতি শনিবার সকাল ৮:৩০- ৯:৩০মিঃ।
- ভ্রমণ: প্রতি তিন মাস পর পর সকল প্রশিক্ষর্নাথীদের নিয়ে বিভিন্ন দশর্নীয় স্থানে ভ্রমন করা হয় যেমন: যাদুঘর, সংসদ ভবন, চিড়িয়াখানা ইত্যাদি।
- ওর্য়াড রাউন্ডঃ প্রতি বৃহস্প্রতিবার ৮:৩০-১০:৩০
- এমডিটি সভাঃ প্রতি সোমবার ৩:৩০-৪:৩০ পযর্ন্ত।
- রোগীদের সাথে সভাঃ হাফওয়ে হোস্টেল : প্রতি মাসের ১ম ও ৩য় রবিবার (৯-১০)টা । ডাইনিংহল : প্রতি মাসে ১ম ও ৩য় বৃহস্পতিবার ১২-১ টা।
- বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতাঃ সম্ভাব্য নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় ।
- ঈদ উৎসব: ঈদুল আযহা ও ঈদুল ফিতর।
- দিবস উদ্যাপন : ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, ৩রা ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর ইত্যাদি।
কোর্সের বিবরনঃ সাধারন নিয়মাবলীঃ
গ্রেড বিন্যাসঃ কৃতকার্য প্রশিক্ষানার্থীদের নি¤œরুপে গ্রেড প্রদান করা হয়ঃ
নাম্বার বিন্যাস | গ্রেড |
---|---|
৯০% থেকে তদুর্দ্ব | এ+ |
৮০%-৮৯% | এ |
৭০%-৭৯% | বি |
৬০%-৬৯% | সি |
৬০% এর নিচে | এফ |
- বোর্ডের র্নিধারিত নিয়ম অনুযায়ী (নোটিশ) রেজিস্ট্রেশন করা হবে।
- প্রশিক্ষনার্থীগনকে শতকরা ৮০ ভাগ ক্লাশে উপস্থিত থাকতে হবে। অসুস্থতা বা গ্রহনযোগ্য অন্য কোন কারনবশত র্বোড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের প্রশিক্ষন কমিটির সুপারিশক্রমে শতকরা ৭০% উপস্থিতি গ্রহন করা যেতে পারে।
- নির্ধারিত হাজিরা না থাকলে কোন প্রশিক্ষনার্থী চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না ।
- ভর্তি ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৯০০ টাকা, কেন্দ্র ফি ২০০ টাকা এবং সার্টিফিকেট ফি ১০০ টাকা জমা দিতে হবে।
ধারাবাহিক মূল্যায়নঃ
- প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষক কর্তৃক ধারাবাহিকভাবে কাজের মূল্যায়ন করতে হবে ।
- ধারাবাহিক মুল্যায়নের যাবতীয় তথ্য ও রেকর্ড প্রশিক্ষণার্থীর জন্য নির্ধারিত অগ্রগতি কার্ডে নিয়মিত লিপিবদ্ব করতে হবে। অগ্রগতি কার্ড বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
- ধারাবাহিক মূল্যায়নকৃত কাজ (জব) মূল্যায়নের প্রমাণাদি সংরক্ষণ করতে হবে, যাতে প্রশিক্ষণ চলাকালীন সময় বোর্ড কর্তৃক নিযুক্ত পরিদর্শক প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়নের জন্য নিযুক্ত আভ্যন্তরীণ পরীক্ষক কর্তৃক তা পর্যালোচনা করতে পারে।
- ধারাবাহিক মূল্যায়নের কাজ ও শ্রেণী পরীক্ষার নম্বরসহ উত্তরপত্র নিরীক্ষার জন্য প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিতে হবে । মূল্যায়নকৃত ব্যবহারিক কাজ পুনরায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দেখার সুযোগ দেয়া যেতে পারে।
ধারাবাহিক মূল্যায়নের নম্বর বিণ্যাস হবে নিম্নরুপঃ
১. তাত্ত্বিক ধারাবাহিক মোট নম্বর = ইংরেজি ১০ + ট্রেড ৩০= মোট ৪০
(মোট নম্বরের শতকরা হার )
ক্লাস টেস্ট | ২০% |
কুইজ | ২০% |
অ্যাসাইনমেন্ট | ৪০% |
হাজিরা/আচরণ | ২০% |
২. ব্যবহারিক ধারাবাহিকঃ মোট নম্বর = ২০০ (টিউটোরিয়াল ১০০,জব অ্যাসাইনমেন্ট ১০০)
টিউটোরিয়াল (১২টা) | ৪০% |
জব এক্রপেরিমেন্ট রিপোর্ট (১০টি) | ৪০% |
মৌখিক পরীক্ষা | ১০% |
হাজিরা/আচরণ | ১০% |
- ধারাবাহিক মূল্যায়নের যাবতীয় তথ্যাদি ও দলিলাদি ফলাফল প্রকাশের পর ৬ (ছয়) মাস পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানের নিকট সংরক্ষিত থাকবে।
- প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা প্রোফাইল থাকবে। যেখানে শিক্ষার্থীর সকল তথ্য সংরক্ষণ করা থাকবে।
শিল্প কারখানায় কর্মরত ইচ্ছুক প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের পূর্বযোগ্যতা।
- কোন ব্যক্তি কমপক্ষে ১(এক) বৎসর সংাশ্লষ্ট কাজে নিয়োজিত (শিক্ষানবীশ বা স্বনিয়োজিত হলেও) থাকলে সংশ্লিষ্ট বিষয়ের উপর পূর্বযোগ্যতা পরীক্ষায় (টেস্ট) পাস করার শর্ত পূরন করে জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য সুযোগ পাবে।
- এরূপ প্রার্থীগণ পরীক্ষা শুরু হবার ২/৩ মাস পূর্বে নির্দিষ্ট ফরম পূরন করতঃ নির্ধারিত ফি প্রদান করে নির্ধারিত প্রতিষ্ঠানে আবেদন করবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদনকারির পূর্ব যোগ্যতা পরীক্ষা গ্রহন করে প্রাপ্ত নম্বর এবং একটি প্রত্যয়নপত্রসহ রেজিস্ট্রেশনের জন্য বোর্ডে প্রেরন করবেন। পরীক্ষা নিয়ন্ত্রক তাদের প্রবেশপত্র ইস্যু করবেন।
- পূর্ব যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের টেস্টের নম্বরটিও ধারাবাহিক মূল্যায়নের নম্বর হিসেবে বিবেচিত হবে।
চূডান্ত মূল্যায়নঃ
- নির্ধারিত প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেসিক ট্রেডের চূড়ান্ত পরীক্ষার ব্যবস্থা গ্রহন করবে।
- বোর্ড প্রচলিত নিয়ম অনুসারে ব্যবহারিক চূড়ান্ত মূল্যায়ন নির্ধারিত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার তও¦বধানে অনুষ্ঠিত হবে।
- চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় অভ্যন্তরিণ ও বহিরাগত পরীক্ষক যৌথভাবে পরীক্ষা গ্রহণ করবেন। বোর্ড হতে বহিরাগত পরীক্ষক নিয়োগ করা হবে । কেন্দ্র সচিব প্রয়োজনীয় সংখ্যক অভ্যন্তরিণ পরীক্ষক নিয়োগ করবেন।
- বোর্ড কর্তৃক নিয়োগ প্রাপ্ত বহিরাগত পরীক্ষক পরীক্ষার দিন উপস্থিত থাকবেন ।
- বোর্ড কর্তৃক অন-লাইন এ ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হবে ।
- পরীক্ষা মনিটরিং করবে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ।
- অভ্যন্তরিন ও বহিরাগত পরীক্ষকগণ যৌথ তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবেন।তারা যৌথভাবে পরীক্ষা চলাকালীন সময়ে ও পরে প্রশিক্ষণার্থীর প্রস্তুতকৃত ব্যবহারিক কাজ মূল্যায়ন করবেন ।
- পরীক্ষকগণ প্রশিক্ষণ চলাকালীন সময়ে তৈরিকৃত প্রশিক্ষণার্থীর ব্যবহারিক কাজ ও সংশ্লিষ্ট প্রতিবেদন ইত্যাদি পূনঃ নিরীক্ষণ করে প্রাপ্ত নম্বরের সমন্বয় সাধন করতে পারবেন। অভ্যন্তরিণ ও বহিরাগত পরীক্ষকগণ নম্বরের সমন্বয় করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে প্রাপ্ত নম্বরের সমন্বয় সাধন করার ক্ষমতা বোর্ডের উপর ন্যস্ত থাকবে ।
চূড়ান্ত মূল্যায়ণ নম্বর বিন্যাস হবে নিম্নরুপঃ
১.তাত্ত্বিক চূড়ান্তঃ মোট নম্বর-ইংরেজি ১০, ট্রেড = ৬০, সময় ১ঘন্টা এমসিকিউ/সর্ট
উত্তর পদ্ধতি তে পরীক্ষা হবে । মোট ৬০টি প্রশ্ন থাকবে ।
২.ব্যবহারিক চূড়ান্তঃ মোট নম্বর = ২০০,সময় ৩ ঘন্টা
(মোট নম্বরের শতকরা হার )
ব্যবহারিক কাজ | ৮০% |
সংশ্লিষ্ট প্রতিবেদন | ১০% |
মৌখিক পরীক্ষা | ১০% |
- পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত
- পরীক্ষার নম্বর, ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষার কাজ মূল্যায়ণ নম্বর এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত ব্যবহারিক নম্বর অভ্যন্তরিণ ও বহিরাগত পরীক্ষকের স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রধানের প্রতিস্বাক্ষরসহ অন-লাইন থেকে ডাউনলোড করা ফর্মে তিন দিনের মধ্যে বোর্ডে প্রেরণ করতে হবে। উত্তরপত্রের কভার পেজ OMR শীট যুক্ত হবে ।